bijoyministries

উন্নত ফর্মূলা

ভূমিকাঃ
ইব্রীয় ৮ অধ্যায়ে যীশু খ্রীষ্টের মধ্যস্থতায় নতুন চুক্তির ধারণাটি বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটি শুধু একটি ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয় নয়; বরং এটি একটি গভীর আত্মিক রূপান্তরের আহন। যেখানে পুরাতন চুক্তি মানুষের নিজস্ব প্রচেষ্টা, শক্তি, এবং নিয়ম মেনে চলার উপর নির্ভর করেছিল, সেখানে নতুন চুক্তি সম্পূর্ণরূপে ঈশ্বরের কৃপা, পাপের ক্ষমা, এবং তাঁর প্রতিজ্ঞার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে।

– নতুন চুক্তি মানুষের আত্মার মুক্তির জন্য একটি উন্নত এবং শক্তিশালী পথ নির্দেশ করে।  এটি          আমাদের বোঝায় যে ধার্মিকতা অর্জন কেবল মানুষের প্রচেষ্টার দ্বারা সম্ভব নয়, বরং খ্রীষ্টের             মাধ্যমে ঈশ্বরের চরিত্রকে প্রতিফলিত করা সম্ভব।
– এই আলোচনায় আমরা পুরাতন ও নতুন চুক্তির মধ্যে পার্থক্য এবং যীশুর নিয়ে আসা উন্নত              চুক্তির তাৎপর্য অনুধাবন করব, যা আমাদের জীবনকে শুচিতার একটি নতুন অধ্যায়ে নিয়ে যায়।
    ইব্রীয় ৮ অধ্যায়টি ব্যাখ্যা করে যে যীশু আরও ভালো চুক্তি নিয়ে এসেছেন, যা আরও ভালো              প্রতিজ্ঞার উপর ভিত্তি করে।
৬পদ, ‘…যীশু যে পুরোহিতের কাজ পেয়েছেন তা ঐ পুরোহিতদের কাজের চেয়েও অনেক উপরে, যেমন করে যে ব্যবস্থার মধ্যস্থ তিনি হয়েছেন সেই ব্যবস্থা আগের ব্যবস্থার চেয়েও অনেক উপরে; কারণ এই ব্যবস্থা আরো ভালো ভালো প্রতিজ্ঞার উপর নির্ভর করছে।’
১০পদ, প্রভু আরো বলেন, “…আমি আমার আইন-কানুন তাদের মনের মধ্যে রাখব এবং তাদের অন্তরেও তা লিখে রাখবো। আমি তাদের ঈশ্বর হবো, এবং তারা আমার লোক হবে।”

– তিনি অনুগ্রহ, পাপের ক্ষমা এবং তাঁর লোকদের সাথে ব্যক্তিগত সম্পর্কের প্রতিশ্রুতি দিয়েছেন।

ঈশ্বর ঘোষণা করেন যে পুরানো চুক্তির পরিবতের্ তিনি এই নতুন চুক্তি স্থাপন করেছেন, পুরানো চুক্তিটি যখন অপ্রচলিত হয়ে উঠে। পুরানো চুক্তিটি ঠিক ভাবে কাজ করেছিল কিন্তু এটি এখন অপ্রচলিত (obsolete) হয়ে গেছে কারণ যীশুর মাধ্যমে নতুন চুক্তি একটি ভাল উপায় নিয়ে এসেছে।
ড় আপনি যদি এখনও পুরানো চুক্তির অধীনে জীবন-যাপন করেন, তাহলে আপনি নতুন চুক্তির অনুগ্রহ,
স্বাধীনতা এবং প্রতিশ্রুতি গুলি থেকে বঞ্চিত হচ্ছেন।
– আরো ভালো কিছুর অর্থ কি সে বিষয়ে আসুন একটু দৃষ্টিপাত করিঃ দুটি চুক্তির মধ্যে রহস্য।
পুরাতন নিয়ম টস্টামেন্ট নিউ টেস্টামেন্ট হল একটি রহস্য যা আপনি কিভাবে ধার্মিক হন তার সাথে সম্পর্কিত; এটা ধার্মিকতার রহস্য। এটা আমাদের জীবনে ঈশ্বরের চরিত্রকে প্ররতিফলিত করার জন্য আমরা কীভাবে ধারাবাহিকভাবে তার রহস্যময় উপলব্ধি।
নতুন নিয়ম সেই রহস্য প্রকাশ করে যে আমরা কীভাবে ধামির্ ক হতে পারি, কীভাবে আমরা ধারাবাহিক ভাবে আমাদের জীবন যাপনে ঈশ্বরের চরিত্রকে প্রতিফলিত করতে পারি। আর পুরাতন নিয়ম (চুক্তি) হচ্ছে আমাদের অবশ্যই কি করতে হবে তাই প্রকাশ করে।
 পুরাতন নিয়মে, দশ আজ্ঞার প্রতিটি আদেশই নেতিবাচক ভাবে নির্দেশ করেছে। ‘করবে না, মানবে না’ ইত্যাদি। অথচ ইব্রিয় ৮ অধ্যায়ে যা মাত্রই আমরা পড়লাম সেখানে ঈশ্বর বলছেন ‘আমি রাখবো, লিখে রাখবো, আমি হবো, লোক হবে’, ইত্যাদি।
 এই জন্যই নতুন চুক্তি বা নিয়ম রহস্য যা পুরাতন নিয়মে প্রকাশ করা হয় নি বরং সেখানে তা ঢাকা ছিল, ‘করবে না, দেবে না, হবে না, যাবে না,’ কিন্তু নতুনে তা আরো উন্নত ও ভালো (৬পদ) ‘রাখবো, হবো ইত্যাদি।’
Not you, better not. You better not, কিন্তু নতুন চুক্তিতে তিনি বলেছেন is better

অনেক বছর আগে, আমাদের বাবা-মায়েরা পুকুর পাড়ে কাপড় ধুতো, এমনকি সারা এলাকার মহিলা-পুরুষেরা দল বেঁধে কাপড় ধুতো। একটার পর একটা কাপড়ে তারা সাবান মাখিয়ে বা গরম পানিতে সোডা দিয়ে একটা একটা করে কাপড় তারা আছড়িয়ে আছড়িয়ে পরিস্কার করেছেন। আর ততক্ষন পর্যন্ত তারা সেই কাপড় ধুতেন যতক্ষণ তাদের কব্জিতে শক্তি থাকতো। পুরাতন নিয়মও ঠিক একই রকম ধৌত করার জন্য নির্ভর করেছে আমাদের শক্তির উপর।
কিন্তু নতুন নিয়মের চুক্তিতে আছড়িয়ে কাপড় ধোয়ার পরিবর্তে এসেছে আধুনিক মেশিন, যেখানে আমাদের কব্জির শক্তির আর প্রয়োজন হচেছ না। উদ্দেশ্য একই কিন্তু ক্ষমতা ভিন্ন, কারণ এটির পরিস্কার করার ক্ষমা মেশিনের মধ্যে নেই। পুরাতন চুক্তিতে ছিল কব্জির শক্তি,কিন্তু নতুন চুক্তিতে এটি আরো ভালো, আরো বেটার, আরো উন্নত প্রযুক্তি।
তারাই পুরাতন পদ্ধতিতে নিজেরে জীবন পরিস্কার করার সর্বাত্মক চেষ্টা করে যারা নিজেদেরকে নতুন চুক্তির শক্তিতে সমর্পণ করতে আগ্রহীনয়। নিজেদের কাজ, ধার্মিকতা, শক্তির উপর নির্ভর করে একটার পর একটা রোগ নিরাময় করার ব্যর্থ চেষ্টা বছরের পর বছর চালিয়ে যাচ্ছে, আর ক্লান্ত-শ্রান্ত হয়ে পড়ছে। এটিই পুরানো চুক্তি। আর নতুন চুক্তি যা হলো ওয়াশিং মেশিন, যা আরো উন্নত ও শক্তিশালী। এটি
আর আমার নিজের শক্তি বা প্রচেষ্টার উপর নির্ভর করে না, বরং তার চেয়েও বেশি কিছু। আমি নিশ্চিত আমাদের বাবা-মায়েরা যদি এই উন্নত প্রযুক্তি পেতে তবে তারা আছড়িয়ে আছড়িয়ে কাপড় ধোয়া দ্রুতই ছেড়ে দিতেন।
– আজকের দিনেও মন্ডলীর মধ্যে কোন কোন বিশ্বসীরা এই চরম আত্মিক সত্যটি বুঝতে ভুল করেন। আমাদের শুচিতা আমাদেরউপর নির্ভর করে না। কোন ধরনের ধর্ম-কর্ম, দান-দক্ষিনা, আরাধনা-প্রশংসা, কিছুই আমার ধার্মিকতার অনুষ্ঠান করে না।
এটি আর আমাদের কব্জির শক্তির উপর নেই, এখন তা সম্পূর্ণই উন্নত ফর্মূলায়, যা সম্পূর্ণই ঈশ্বরের উপর নির্ভরশীল। আমাদের করণীয় হচ্ছে, পুরানো চুক্তির সেই আছড়ানো পদ্ধতি ছুঁড়ে ফেলা এবং মেশিনের পাওয়ার ও পানির লাইন মুল উৎসের সাথে সংযুক্ত করা। এটিই সেই উন্নত ফরমুলা, যা আরো উপরে ও শক্তিশালী। যা সম্পণর্ ভাবেই খ্রীষ্টের সাথে সম্পর্ক যুক্ত।

ইব্ররীয় ৮ অধ্যায়ে বর্ণিত নতুন চুক্তি এবং পুরাতন চুক্তির তুলনামূলক বিশ্লেষণ আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আত্মিক শিক্ষা দেয়। পুরাতন চুক্তি ছিল মানুষের নিজের শক্তি, প্রচেষ্টা, ও শুদ্ধতার জন্য নির্ধারিত নিয়মাবলী যা পূর্ণ করতে মানুষ বারবার ব্যর্থ হয়েছে। অন্যদিকে, নতুন চুক্তি সম্পূর্ন রূপে ঈশ্বরের কৃপা, পাপের ক্ষমা, এবং খ্রীষ্টের মধ্যস্থতায় আমাদের জন্য একটি ম চুক্তির পথ তৈরি করেছে।

নতুন চুক্তি আমাদের জীবনে উন্নত প্রযুক্তি বা আধুনিক ওয়াশিং মেশিনের মতো। এটি আমাদের পাপ ধৌত করার বা ধার্মিকতা অর্জনের ক্ষেত্রে আর নিজের প্রচেষ্টার উপর নির্ভর করতে বলে না; বরং ঈশ্বর নিজে আমাদের জন্য সবকিছু করেন। তিনি আমাদের অন্তরে তাঁর ব্যবস্থা লিখে দেন, এবং আমাদের জীবনকে তাঁর ক্ষমার আলোতে পরিচালিত করেন।

তাহলে, আমাদের করণীয় কী?

আমাদের উচিত পুরাতন চুক্তির সেই আছড়ানো পদ্ধতির উপর নির্ভরশীলতা ছেড়ে দিয়ে নতুন চুক্তির শক্তি ও কৃপায় সমর্পিত হওয়া। খ্রীষ্টের মাধ্যমে আমরা ঈশ্বরের অনুগ্রহ, শুদ্ধতা, এবং একটি ব্যক্তিগত সম্পর্ক লাভ করি। আমরা আর আমাদের ধার্মিকতা নিজ প্রচেষ্টায় প্রমাণ করতে বাধ্য নই; বরং খ্রীষ্ট আমাদের মধ্যে কাজ করেন।


উপসংহারঃ
নতুন চুক্তি আমাদের জন্য একটি “উন্নত ফর্মূলা”। এটি কেবল একটি পদ্ধতির পরিবর্তন নয়, বরং এটি এক গভীর সম্পর্কের আহ্বান। এটি আমাদের প্রচেষ্টা নয়, বরং ঈশ্বরের ক্ষমতা ও প্রতিজ্ঞার উপর ভিত্তি করে আমাদের মুক্তি দেয়। তাই আসুন, আমরা পুরাতন পদ্ধতিকে বিদায় জানিয়ে নতুন চুক্তির কৃপা ও শক্তির সাথে সংযুক্ত হই এবং আমাদের জীবনকে খ্রীষ্টের আলোয় পরিচালিত করি।

Scroll to Top